ভাতার বামশোর গ্রামে পাথরবোঝাই ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে, আহত চার

Bangla Editor | News18 Bangla | 12:41:40 PM IST Jul 13, 2021

ভাতার বামশোর গ্রামে পাথরবোঝাই ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে, আহত চার নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ঢুকে গেল একটি চায়ের দোকানে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা লরিতে ধাক্কা মারে তারপর চায়ের দোকানে ঢুকে যায় ওই ডাম্পারটি। নয়নজুলিতে উল্টে যায়  ডাম্পারটি। ঘটনায় আহত ড্রাইভার, খালাসী, চায়ের দোকানের দুজন।  স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যায়।  ডাম্পারের ড্রাইভার ও চায়ের দোকানের মালিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসে।বাদশাহী রাস্তা যাতে অবরুদ্ধ না হয়ে পড়ে সেদিকে নজরদারি চালায়। পাথরবোঝাই ডাম্পারটিকে আটক করে পুলিশ।

লেটেস্ট ভিডিও