Bangla News|| পাড়ায় এসেছে নতুন অতিথি, দেখতে ভিড় স্থানীয়দের

Bangla Digital Desk | News18 Bangla | 04:10:21 PM IST Nov 10, 2021

#ডায়মন্ডহারবার: বাড়িতে এসেছে নতুন অতিথি আর তাই এখন হৈহৈ রৈরৈ পড়ে গেছে ডায়মন্ডহারবার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া। ডায়মন্ড হারবার ১৫ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ার স্থানীয় বাসিন্দা বিরু মন্ডল। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় রাস্তার পাশে একটি দেড় বছরের ফুটফুটে মেয়েকে দেখতে পান। কান্নাকাটি করছে বসে। কিন্তু কে তার বাবা আর কেইবা তার মা কোন খোঁজ নেই তাদের। এমন পরিস্থিতি দেখে বিরু মন্ডল ওই দেড় বছরের ফুটফুটে বাচ্চাটিকে কোলে করে বাড়িতে নিয়ে আসেন। আর নিয়ে আসার পরেই গোটাপাড়া জুড়ে নতুন সন্তান জন্মানোর মতনই মানুষজন ভিড় জমায় ওই দেড় বছরের বাচ্চাটিকে দেখার জন্য। তবে তখন সে তার আপন খেয়ালে মত্ত হাসছে খেলছে। যেন একেবারে ঘরের মেয়ে তাদের। তবে পরে তার বাবা-মায়ের সঠিক পরিচয় জানা না যাওয়ায়, ফুটফুটে সন্তানটিকে তুলে দেওয়া হয় চাইল্ড লাইনের হাতে।

লেটেস্ট ভিডিও