উদ্ধার আট ফুটের আহত পাইথন

Bangla Editor | News18 Bangla | 08:56:13 AM IST Jul 15, 2021

কাঁকসার বসুধায় ৮ফুট দৈর্ঘ্যের গুরুতর জখম একটি পাইথন সাপ উদ্ধার করল বর্ধমান সোসাইটি ফর আ্যনিমেল ওয়েলফেয়ারের সদস্যরা।সোমবার বসুধা এলাকার একটি ফাঁকা মাঠে গুরুতর আহত অবস্থায় ৮ ফুট দৈর্ঘ্যের ওই পাইথন সাপটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

লেটেস্ট ভিডিও