Shoe hurled at Partha Chatterjee: পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন মহিলা, ফিরলেন খালি পায়েই! দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 03:10:01 PM IST Aug 02, 2022

পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে মারলেন এক মহিলা৷ এ দিন জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে বের করার সময় এই ঘটনা ঘটে৷ যদিও মহিলার ছোড়া জুতো পার্থর গায়ে না লেগে গাড়ির উপরে গিয়ে পড়ে৷ শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলার দাবি, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন বলেই পার্থর উপরে রাগ তাঁর৷

লেটেস্ট ভিডিও