West Bengal Weather Update: বড়দিন-বর্ষবরণে শীত উধাও! কী বলছে আবহাওয়া দফতর?

Bangla Digital Desk | News18 Bangla | 07:34:45 PM IST Dec 23, 2021

বড়দিনে বৃষ্টি দার্জিলিঙে। কলকাতায় স্বাভাবিক এর ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনের মত বর্ষবরণেও জাঁকিয়ে শীত থাকছে না (West Bengal Weather Update)। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের (West Bengal Weather Update)। আগামীকাল ও রবিবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা (West Bengal Weather Update)। দাপট বাড়বে পূবালী হাওয়ার। সে কারণেই রাতের তাপমাত্রা আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া।

লেটেস্ট ভিডিও