Ukraine Crisis: খোলা হল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন

Bangla Digital Desk | News18 Bangla | 02:34:49 PM IST Feb 25, 2022

ইউক্রেনে (Ukraine Crisis) আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে আরও তৎপর হল নবান্ন৷ কোন জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে (Ukraine) আটকে রয়েছেন, প্রতিটি জেলা থেকে সেই রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নবান্ন৷ পাশাপাশি ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে কন্ট্রোল রুমও খুলেছে রাজ্য সরকার৷ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷

লেটেস্ট ভিডিও