Video: ফুঁসছে Yaas! ঠিক কবে থেকে কোথায় তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড়, জানাচ্ছেন আবহাওয়াবিদরা

Bangla Editor | News18 Bangla | 05:21:59 PM IST May 23, 2021

২৬ মে সন্ধেতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। ২৫ মে এর গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। তার পরে তা বেড়ে হবে ৮০ কিলোমিটার। এর পরে আরও বাড়বে ঝড়ের গতিবেগ। সুন্দরবন অঞ্চলে কড়া সতর্কতা জারি হয়েছে। ২৬ মে সকালে ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়বে। অবশেষে সন্ধ্যায় তা পৌঁছবে  স্থলভাগে।এই মুহূর্তে দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে, ওড়িশার মহাবালেশ্বর থেকে ৬৯০ কিলোমিটার দূরে এবং পোর্টব্লেয়ার থেকে ৫৬০ কিলোমিটার দূরে আছে এই ঘূর্ণিঝড়।

লেটেস্ট ভিডিও