HS Results video: কীসের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ফেল? কলকাতা থেকে জেলায় পড়ুয়াদের বিক্ষোভ

Bangla Editor | News18 Bangla | 09:31:35 PM IST Jul 24, 2021

কীসের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ফেল। তা নিয়ে বিক্ষোভ শুরু করেছে অনুত্তীর্ণ পড়ুয়ারা। জেলায় জেলায়, কলকাতায় শুরু হয়েছে বিক্ষোভ। তাদের দাবি, পরীক্ষা না দিয়ে কী ভাবে কেউ ফেল করতে পারে। তাদের দাবি পাশ করেই দিতেই হবে। কারণ কেউই পরীক্ষা দেয়নি। একাদশ শ্রেণিতেও কয়েকটিই পরীক্ষা হয়েছিল। স্কুলের ইনচার্জদের দাবি তাঁরা জানেন না এই ব্যাপারে।

লেটেস্ট ভিডিও