অভিনব সিদ্ধান্ত, গাছ লাগালেই সম্পত্তি করে নব্বই শতাংশ ছাড়

Bangla Editor | News18 Bangla | 04:50:00 PM IST Dec 08, 2018

গাছ লাগালেই সম্পত্তি করে নব্বই শতাংশ ছাড়। দূষণ মোকাবিলায় প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছিলেন নতুন মেয়র | কলকাতা শহরে বন্দরের প্রচুর খালি জায়গা রয়েছে। রয়েছে বাড়ি, গুদাম। আরবান ফরেস্ট তৈরি করতে এইসব অব্যবহৃত জমিই ব্যবহার করতে চায় কলকাতা পুরসভা। উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষও। শুক্রবার বিকেলে এ নিয়েই মেয়রের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করলেন পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার।

লেটেস্ট ভিডিও