Bengal Stands United: BJP-র বঙ্গভঙ্গের 'চক্রান্তের' প্রতিবাদে সরব TMC, ট্রেন্ডিং বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড

Bangla Editor | News18 Bangla | 11:24:47 PM IST Jun 18, 2021

বাংলা ভাগের বিরুদ্ধে সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় শুরু হল তৃণমূলের প্রচার। #BengalStandsUnited এই শীর্ষক আন্দোলন শুরু করে দিল শাসক দল। ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড্রিং সেই আন্দোলন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আমরা বঙ্গকে ভঙ্গ করতে দেব না।" খোদ দলনেত্রীর এই অবস্থানের পরেই শুক্রবার সকাল থেকে #BengalStandsUnited নিয়ে শাসক দলের সমস্ত নেতা-নেত্রীরা এই বিষয়ে ট্যুইট করছেন সোশ্যাল মিডিয়ায়।

লেটেস্ট ভিডিও