Anubrata Mondal | Sukanya Mondal: নেই আত্মীয়, নেই কর্মীও! বাবা-মেয়ের গ্রেফতারির পরে খাঁ খাঁ করছে কেষ্টর সাধের বাড়ি

Bangla Digital Desk | News18 Bangla | 02:12:14 PM IST Apr 27, 2023

নয়াদিল্লি: বাবা তিহাড়ে বন্দি। গত মঙ্গলবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করা হল। গরুপাচার মামলায় সুকন্যাকে দিল্লিতে গ্রেফতার করল ED। এদিকে বাড়ির সদস্য গ্রেফতার হতেই খাঁ খাঁ করছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতার বাড়ি।

লেটেস্ট ভিডিও