Sukanya Mondal Arrest: সুকন্যা গ্রেফতার হতেই কান্নায় ভেঙে পড়লেন বান্ধবী সুতপা, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 08:41:42 PM IST Apr 27, 2023

Sukanya Mondal Arrest: গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এদিকে তাঁর গ্রেফাতারি পরেই কাঁদছেন বান্ধবী। ইডি দফতরে সুকন্যাকে পোশাক দিতে গিয়েছিলেন বান্ধবী সুতপা পাল। কান্নায় ভেঙে পড়েন সুতপা। কাঁদতে কাঁদতে সুতপা জানান, তিনি ক‍্যানসার আক্রান্ত। সুতপার চিকিৎসার খরচ জোগাতেন অনুব্রত ও সুকন্যা। এবার কী হবে? চোখে জল অনুব্রতর মেয়ের বান্ধবীর।

লেটেস্ট ভিডিও