আজমেঢ় থেকে ফিরল শ্রমিক স্পেশাল ট্রেন, বাড়ি ফিরলেন ১হাজার ১৮৬ যাত্রী

Bangla Editor | News18 Bangla | 06:00:07 PM IST May 05, 2020

লকডাউনের মাঝে একটু খুশির হাওয়া। খুশি বাড়ি ফেরার। ওঁরা কেউ তীর্থযাত্রী, কেউ বা পরিযায়ী শ্রমিক। লকডাউনে আটকে পড়েছিলেন রাজস্থানের আজমেঢ়ে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে আজ ওঁদের ফেরানো হল। ভিনরাজ্যে আটকে পড়াদের নিয়ে এই প্রথম রাজ্যে ফিরল শ্রমিক স্পেশাল ট্রেন।

লেটেস্ট ভিডিও