বারাসতের মিত্র পাড়ার বাসিন্দা। বেড়ে উঠেছে হাওড়ার পাঁচলা গার্লসের ইতিহাসের শিক্ষিকা সোমা গঙ্গোপাধ্যায়ের আদরে। ঠিক মেয়ের মতো করে। গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই নিখোঁজ। কোথায় গেল পুকু ? একসপ্তাহ হয়ে গেল। কোনও খোঁজ নেই। হন্যে হয়ে অবশেষে পুলিশের কাছে সোমা গঙ্গোপাধ্যায়।