Petrol Pump Strike: মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক, কেন?

Bangla Editor | News18 Bangla | 08:45:40 PM IST Aug 30, 2021

আগামিকাল রাজ্যব্যাপী ধর্মঘটের (Petrol Pump Strike) ডাক। ডাক দিল পেট্রোলিয়াম ডিলারস সংগঠন (Petrol Pump Dealers Association)। তাদের দাবি, পরিমাণে কম দেওয়া হচ্ছে তেল। ইথানল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে। যথাযথ ভাবে জ্বালানির সরবরাহ নেই। এই সব দাবিকে সামনে রেখেই তারা ধর্মঘটে  ( Petrol Pump Strike )যাচ্ছে, জানিয়েছেন সংগঠনের যুগ্ম সচিব টুলটুল সেন। প্রায় ৩০০০ পেট্রোল পাম্প এর আওতায় আসছে। উত্তরবঙ্গের একাধিক পেট্রোল পাম্প (Petrol Pump Strike) এর আওতায় আসবে বলে জানিয়েছেন। তবে ধর্মঘটে যেতে নারাজ একাধিক পেট্রোল পাম্প। মঙ্গলবার সকাল ছটা থেকে বুধবার ভোর ছটা পর্যন্ত বন্ধ থাকবে সংগঠনে থাকা কয়েক হাজার পেট্রল পাম্প। সংগঠনের আওতায় থাকা পেট্রল পাম্প মালিকদের দাবি, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি। পাশাপাশি বেশ কিছু দাবিও রয়েছে তাদের। সবমিলিয়ে মঙ্গলবার  থেকে নো পারচেজ, নো সেলের সিদ্ধান্ত নিল সংগঠন।

লেটেস্ট ভিডিও