রাস্তা জুড়ে গভীর ক্ষত। জায়গায় জায়গায় গর্ত। এদিক-ওদিক খানাখন্দ। কোথাও বা পিচ উঠে বেড়িয়ে পড়েছে বোল্ডার।গ্রামের মাটির পথ বলে গুলিয়ে ফেলতেই পারেন। না। এটা কামালগাজি-বারুইপুর বাইপাস। কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর, নরেন্দ্রপুর, বারুইপুর ,রথতলা সহ বিভিন্ন জায়গায় পৌঁছতে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। কামালগাজি ব্রিজ থেকে নামতেই শুরু বাইপাস। দশ কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই ভোগান্তির ছবি।