অভিষেকের বাড়িতে সিবিআই হানা! রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

Bangla Editor | News18 Bangla | 05:46:03 PM IST Feb 21, 2021

কয়লাকাণ্ডের জেরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকাকে নোটিস দিতেই সিবিআই পৌঁছয় অভিষেকের বাড়ি। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমন পদক্ষেপ করেছে বিজেপি। তিনি বলছেন, "যত ভোট এগিয়ে আসছে তত এগুলি হবে। কিন্তু সবটারই আমরা মোকাবিলা করব।"এদিন সিবিআই পৌঁছলে রুজিরা বাড়িতে ছিলেন না। তাই তিনি বাড়ি ফিরলে ফোন করতে বলা হয়েছে সিবিআই এর তরফ থেকে।

লেটেস্ট ভিডিও