Video: ভুলে ভরা পিটিশন, নারদ কাণ্ডে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল CBI!

Bangla Editor | News18 Bangla | 02:42:00 PM IST May 24, 2021

চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি করার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়ে জোর ধাক্কা খেল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, তাতে অন্তত এক ডজন ত্রুটি রয়েছে বলে খবর৷ ফলে, সুপ্রিম কোর্টে করা সিবিআই-এর স্পেশ্যাল লিভ পিটিশন খারিজ হয়ে গিয়েছে৷ গত শুক্রবার নারদ কাণ্ডে ধৃত চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সিবিআই চার নেতাকে গৃহবন্দি করে রাখার বিরোধিতা করে৷ ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করার আবেদন নিয়ে রবিবার রাতেই সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন করে সিবিআই৷ নিয়ম মতো, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিসে স্পেশ্যাল লিভ পিটিশন জমা করে সিবিআই৷ কিন্তু তড়িঘড়ি করা সেই আবেদন পরীক্ষা করতে গিয়েই তাতে একগুচ্ছ ভুল ধরা পড়ে৷

লেটেস্ট ভিডিও