নিউগিনিতে অভিযানের আগেই ধাক্কা, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তকে ‘বোর্ডিং পাস’ দিল না ইন্ডিগো

Bangla Editor | News18 Bangla | 04:16:58 PM IST Nov 04, 2018

বিমান সংস্থার আপত্তিতে নয়া অভিযান শুরুর আগেই আটকে গেলেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। আজ পাপুয়া নিউগিনির সর্বোচ্চ শৃঙ্গ অভিযানের জন্য বিমান ধরতে দমদম বিমানবন্দরে যান তিনি। অভিযোগ, সিঙ্গাপুর যাওয়ার বোর্ডিং পাস দেয়নি ইন্ডিগো। লাগেজ ট্রান্সফারেও তাদের অনীহা। বিষয়টি বিদেশমন্ত্রীকে জানান সত্যরূপ। পরে ইন্ডিগো ক্ষমা চাইলেও থমকে যায় যাত্রা।

লেটেস্ট ভিডিও