corona virus btn
corona virus btn
Loading

করোনা তাড়াতে দেদার গোমূত্র বিক্রি! নিজেই দেখুন ভিডিওতে

Bangla Editor | News18 Bangla | 06:10:05 PM IST Mar 16, 2020

রাস্তার মধ্যে টেবিল পেতে দেদার বিকোচ্ছে গোমূত্র ! হ্যাঁ, দাম ৪০০ টাকা প্রতি লিটার ৷ গোবরের দাম ৫০০ টাকা ৷ এটা ‘গো-মাতা’র ক্ষেত্রে ৷ যদিও ষাঁড়ের মূত্রের দাম কিছুটা কম ৷ ৩০০ টাকা প্রতি লিটার ৷ কখনও কখনও পাওয়া যাচ্ছে ডিসকাউন্টও ৷ প্রায় ১০০ টাকার ছাড়ে ২০০ টাকায়  সেটা কিনে নিচ্ছেন ক্রেতারা ৷ আর এত সব কাণ্ডের পিছনে কারণ একটাই ৷ সেটা হল করোনা ভাইরাস ৷

লেটেস্ট ভিডিও