Mamata Banerjee school: এই স্কুলের দিদিমণি ছিলেন মমতা, এবার হবে ইংরেজি মাধ্যম, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 05:24:57 PM IST Jun 14, 2022

মন্মথনাথ নন্দন গার্লস অ্যান্ড বয়েজ স্কুল৷ ১৯৬০-এর দশকে এই স্কুলেই পড়াতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েক বছর এই স্কুলে পড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ভগ্নপ্রায় হয়ে যাওয়া সেই স্কুলেরই সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার৷ শুরু হয়ে কাজও৷ এবারে ইংরেজি মাধ্যম হচ্ছে এই স্কুল৷

লেটেস্ট ভিডিও