বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব, হুঙ্কার মদন মিত্রর, দেখুন ভিডিওয়

Bangla Editor | News18 Bangla | 01:09:58 AM IST Dec 27, 2020

রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তিনি। শেষ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বেসুরো হতেই আবার গুরুত্ব বাড়ছে তাঁর। সম্প্রতি পেয়েছেন পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও। ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর হয়ে জোর প্রচারে নেমেছেন মদন মিত্র, তোপও দাগছেন একের পর এক। এ দিন পানিহাটিতে তৃণমূলের মঞ্চে আরেকবার দেখা গেল তাঁকে স্বমহিমায়।

লেটেস্ট ভিডিও