Local Train Cancelled: দোলে শিয়ালদহ-হাওড়া শাখায় ২৩৩টি লোকাল ট্রেন বাতিল, জানুন

Bangla Digital Desk | News18 Bangla | 08:51:14 PM IST Mar 06, 2023

দোরগোড়ায় বসন্ত উৎসব। মঙ্গলবার দোল, বুধবার দেশজুড়ে হোলি। রঙের উৎসবে মেতে উঠবে সকলেই। তবে দোলের কারণে শিয়ালদহ-হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন চলবে রবিবারের টাইম-টেবিল অনুযায়ী। আর শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে মোট ২৩৩টি লোকাল ট্রেন। ফলে না জানলে বড় সমস্যায় পড়বেন যাত্রীরা।

লেটেস্ট ভিডিও