Local Train Cancelled: বাতিল একাধিক লোকাল ট্রেন, বিরাট দুর্ভোগ যাত্রীদের! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 03:45:51 PM IST Mar 26, 2023

আজ হাওড়া ও শিয়ালদায় বাতিল একাধিক ট্রেন। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল সমস্ত লোকাল ট্রেন। বেলানগর-ডানকুনি স্টেশনের মাঝে ইন্টারলকিং-এর কাজের জন্য ২টি স্পেশাল ট্রেন ছাড়া বাতিল ট্রেন। এছাড়াও শিয়ালদা মেন লাইনেও বাতিল থাকছে বহু ট্রেন। ইছাপুর স্টেশনের কাছে ব্রিজের কাজের জন্য বাতিল বহু লোকাল। শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কল্যাণী সীমান্ত, শিয়ালদা বারাকপুর লাইনের ট্রেন বাতিল থাকছে।

লেটেস্ট ভিডিও