corona virus btn
corona virus btn
Loading

শিশু নিগ্রহের ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা হাইকোর্টের

Bangla Editor | News18 Bangla | 03:54:15 PM IST Sep 11, 2018

জি ডি বিড়লায় শিশু নিগ্রহের ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা হাইকোর্টের ৷ ‘‘ ঘটনার পর থেকে কিছুই করেনি স্কুল ৷ এক বছরেও কিছু করেনি স্কুল ৷ এক বছর ধরে শিশুটি বাড়িতে বসে ৷ যত দ্রুত সম্ভব আপনাদের যেকোনও স্কুলে ভর্তি করুন শিশুটিকে ৷ স্কুলের বাচ্চাদের নিজেদের বাচ্চা মনে করুন ৷ শিক্ষকদের নিয়োগে কি গাইডলাইন মানা হয় ? শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কি দেখা হয় ?  শিক্ষকের বাড়িতে এধরনের কোনও সমস্যা আছে কি ? সমস্যা থাকলে স্কুলে থাকা উচিত নয় ৷ স্কুলে বাচ্চাদের জন্য কাউন্সেলর আছে কি ? প্রশ্ন আদালতের ৷

লেটেস্ট ভিডিও