Kolkata Accident: সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া গতির বলি ১, আহত আরও ৩! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 12:51:16 PM IST Feb 07, 2023

রাতের কলকাতায় ফের দুর্ঘটনা। সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া গতির বলি ১। আহত আরও ৩। গতকাল রাতে নিউটাউনের দিক থেকে চিংড়িহাটা যাওয়ার সময় সেক্টর ফাইভের কাছে উলটে যায় গাড়ি। গাড়িটি এত জোরে যাচ্ছিল যে ডিভাইডারে ধাক্কা মেরে এক লেন থেকে অন্য লেনে চলে আসে। গাড়ির চালক সব ৩ আরোহী আহত হন। হাসপাতাল নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

লেটেস্ট ভিডিও