Indian Railways | Kavach: হাওড়া-দিল্লি রুটেই প্রথম কার্যকরী হতে চলেছে ‘কবচ’! শীঘ্রই শুরু কাজ...

Bangla Digital Desk | News18 Bangla | 07:02:50 PM IST Feb 10, 2022

#কলকাতা: দুর্ঘটনা রুখতে বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, ২০০০ কিলোমিটার রেলপথে ব্যবহার হবে ‘কবচ’ (Kavach) প্রযুক্তি। কিন্তু কী এই কবচ? বিশ্বের প্রথম সারির দেশে ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার রয়েছে। ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘কবচ’। মূলত দুই ভাগে কাজ করবে এই প্রযুক্তি। একটি অংশ থাকবে ট্র্যাকের সঙ্গে যুক্ত, অন্যটি লোকোমোটিভ (Kavach by Indian Railways)।

লেটেস্ট ভিডিও