Breaking: সিঁদুরখেলা থেকে মণ্ডপে এন্ট্রি, কী কী ছাড় দিল হাইকোর্ট জেনে নিন

Bangla Editor | News18 Bangla | 12:40:48 PM IST Oct 21, 2020

আদালতের তরফে জানানো হয়েছে, বড় মণ্ডপের (৩০০ বর্গ মিটারের বেশি) ভিতরে পুজোর আয়োজনে যুক্ত সর্বাধিক ৬০ জন একদিনে ঢুকতে পারবেন৷ তবে একসঙ্গে মণ্ডপের ভিতরে ৪৫ জনের বেশি থাকতে পারবেন না৷ আর ছোট মণ্ডপের অর্থাৎ ২০০ বর্গ মিটারের কম মণ্ডপের ক্ষেত্রে সর্বাধিক ২৫ জন একদিনে মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন৷ এক্ষেত্রে একসঙ্গে ১০ জনের বেশি থাকতে পারবেন না৷ তবে পুজো মণ্ডপের ভিতরে ঢাকিদের থাকার ক্ষেত্রে অনুমতি দিয়েছে আদালত৷ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পুজোর আয়োজনে করোনা বিধি মানতেই হবে৷

লেটেস্ট ভিডিও