Hilsa: টাটকা ইলিশের দেখা নেই, হিমঘরের মাছে মন ভরছে না বাঙালির, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 03:44:29 AM IST Jul 11, 2021

বাজারে ইলিশ আছে ঠিকই৷ কিন্তু তা টাটকা নয়৷ অধিকাংশই হিমঘরে রেখে দেওয়া গত বছরের মাস৷ স্বভাবতই সেই মাছ খেয়ে তৃপ্তি হচ্ছে না ইলিশপ্রেমীদের৷ মাছ ব্যবসায়ীরাই স্বীকার করছেন, এ বছর ইলিশ কম ধরা পড়ছে৷ টাটকা মাছ যা বাজারে আসছে, তার দামও আকাশছোঁয়া৷ ফলে ইলিশ কিনতে বাজারে গিয়েও অন্য মাছ কিনেই ফিরছেন অনেকে৷

লেটেস্ট ভিডিও