হাওড়ার বেনারস রোডে একটি নেলপলিশ কারখানায় ভয়াবহ আগুন। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পুড়ে ছাই পনেরোটি বাড়ি। সব হারিয়ে অথৈ জলে বহু পরিবার। দমকলের ১২টি ইনজিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আজ ফের ঘটনাস্থলে যাবেন দমকল আধিকারিকরা। শনিবার রাত তখন প্রায় দশটা। হাওড়ার বেনারস রোডে এই নেলপলিশ কারখানায় হঠাৎই আগুনের শিখা বেরোতে দেখেন কয়েকজন এলাকাবাসী। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়ি ও দোকানে। চিৎকার-চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে পড়েন লোকজন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। বাড়িতে থাকা বেশ কিছু সিলিন্ডার ফাটতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। তারওপর কাছাকাছি এলাকায় জল না থাকায় সমস্যা আরও বাড়ে। ততক্ষণে অবশ্য পুড়ে ছাই পনেরোটি বাড়ি। অবশেষে ঘণ্টা তিনেকের চেষ্টায় দমকলের বারোটি ইনজিন আগুন আয়ত্তে আনে। দমকলের দাবি, কারখানার ভিতর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।