Falaknuma Express|| বড় দুর্ঘটনার থেকে রক্ষা ফলকনুমা এক্সপ্রেসের, চলন্ত ট্রেন থেকে খুলে গেল ৩ কামরা

Bangla Digital Desk | News18 Bangla | 10:34:01 PM IST Mar 26, 2022

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ফলকনুমা এক্সপ্রেসের। ডাউন ট্রেনের কাপ্লিং খুলে এগিয়ে যায় ট্রেন। শেষ তিনটি কোচ খুলে এগিয়ে যায় ট্রেন। যদিও এই ঘটনায় কেউ আঘাত প্রাপ্ত নয় বলে জানানো হয় রেলের তরফে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর Loco Pilot-এর তৎপরতায় এই ঘটনা সামনে আসে। পড়ে ফের ট্রেন্টি পিছনে এসে সনযুক্ত করা হয়। এর পর Howrah-র উদ্যেশ্যে রওনা হয় ট্রেনটি।

লেটেস্ট ভিডিও