শহরের ভোটারদের সচেতন করতে এবার ট্রামের ব্যবহার করছে নির্বাচন কমিশন

Bangla Editor | News18 Bangla | 01:09:43 PM IST May 14, 2019

কলকাতার ঐতিহ্যতে ভোটের রং। শহরের ভোটারদের সচেতন করতে এবার ট্রামের ব্যবহার করছে নির্বাচন কমিশন। উত্তর ও দক্ষিণ কলকাতার জন্য ২টি আলাদা ট্রাম ঘুরবে। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনে সেজেছে ট্রামগুলি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে ট্রাম যাত্রার সূচনা করেন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ট্রামের মধ্যেই রয়েছে ইভিএম, ভিভিপ্যাট।

লেটেস্ট ভিডিও