Durga Puja 2021: বিয়ের পরে প্রথম দেবীবরণ! ত্রিধারায় দেবলীনা কুমার ও গৌরব, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 02:48:36 PM IST Oct 15, 2021

এবছরের মতো পুজো শেষ। মাকে এবার বিদায় জানানোর পালা। তাই বাংলা জুড়ে বিষাদের সুর। বিসর্জনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহরের ঘাটে ঘাটে। সিঁদুর খেলাও শুরু হয়ে গিয়েছে। বিয়ের পরে এই প্রথম সিঁদুর খেলা অভিনেত্রী দেবলীনা কুমারের। ত্রিধারায় গিয়ে মাকে বরণ করলেন তিনি। সঙ্গে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়ও। দুজনেই লাল রঙের শাড়ি ও পাঞ্জাবিতে উপস্থিত হন।

লেটেস্ট ভিডিও