Dilip Ghosh Reaction: 'ওর নেতাগিরি ঘুচিয়ে দেব', কুর্মিদের পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের

Bangla Digital Desk | News18 Bangla | 07:36:08 PM IST May 17, 2023

খড়গপুর: আপত্তিকর মন্তব্যের জের। দিলীপ ঘোষের বাংলোয় ‘হামলা’ কুরমিদের। ‘কাপড় খোলা’র হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ৷ সেই মন্তব্যের প্রতিবাদেই অজিত মাহাতর নেতৃত্বে বিক্ষোভ চালান কুর্মিরা৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে৷ পাল্টা বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের৷

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন বলেন, ‘৫০ হাজার লোক  নিয়ে আসবে বলে ২০০ লোক নিয়ে এসেছে৷ কারণ ওদের পিছনে লোক নেই৷ আমাদের লোক আছে, আমরাও আটকাতে পারতাম৷ ও (অজিত মাহাত) আমার কাছে ক্ষমা চাক৷ কেন আমার বাড়িতে এসেছে মদ মাতালদের নিয়ে? ওর নেতাগিরি আমি ঘুচিয়ে দেব৷ ওর মতো যতো চোর দালালনেতা আছে সবার মুখোশ আমি খুলে দেব৷’

লেটেস্ট ভিডিও