corona virus btn
corona virus btn
Loading

গঙ্গায় বিস্তীর্ণ চরা, বালি ব্রিজের কাছে আটকে গেল লঞ্চ, চরম ভোগান্তি

Bangla Editor | News18 Bangla | 03:11:42 PM IST Jan 23, 2019

গঙ্গা জলে গঙ্গাপ্রাপ্তি দক্ষিণেশ্বরে। পুণ্যস্নান করতে এসে গঙ্গামাটি মাথায় লাগিয়ে ফিরতে হচ্ছে । গঙ্গা নদীর জলস্তর কমে যাওয়ায় যে অবস্থা হয়েছে তাতে কার্যত বন্ধের মুখে দক্ষিণেশ্বরে ফেরি চলাচলও। হতাশকর্মীরা ও পর্যটকরা। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালি ব্র‌িজ সংলগ্ন গঙ্গায় চরা পড়ে যাওয়ায় আটকে গেল যাত্রীবোঝাই লঞ্চ৷ মা ভবতারিণীকে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গাস্নান করেন ভক্তরা৷ এর পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যান অনেকেই ৷ দক্ষিণেশ্বরে গঙ্গার জলস্তর কমে যাওয়ায় জনমানসে কোলাহল শুরু হয়েছিল ৷ গঙ্গার নাব্যতার এই অবস্থায় চিন্তার ভাঁজ পরিবেশবিদদে কপালে৷

লেটেস্ট ভিডিও