Cyclone Yaas: ২৪ মে-তেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ? শক্তি আমফানের থেকেও বেশি?

Bangla Editor | News18 Bangla | 11:52:05 AM IST May 22, 2021

দিঘা এবং সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে পারে সাইক্লোন যশ। আমফানের থেকেও শক্তিশালী হতে পারে যশ।উপকূল এলাকায় শুরু হয়েছে মাইকিং। দক্ষিণ চব্বিশ পরগণার তিন লক্ষ বাসিন্দাকে সরানো হচ্ছে। কোভিড বিধি মেনে তাদের রাখা হবে সাইক্লোন সেন্টারে। এখন চেন্নাইয়ের কাছে বঙ্গোপসাগরে শক্তি সংগ্রহ করছে বিশাল নিম্নচাপ।

লেটেস্ট ভিডিও