West Bengal Municipal Election 2022: স্বামী প্রার্থী! প্রার্থী করেও স্ত্রীয়ের নাম পরে বাতিল করেছে দল, গেল ডিভোর্সের নোটিস

Bangla Digital Desk | News18 Bangla | 08:07:50 PM IST Feb 17, 2022

#দমদম: দক্ষিণ দমদম পৌরসভার (West Bengal Municipal Election 2022) ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হিসাবে প্রথমে ঘোষণা করা হয়েছিল রীতা রায়চৌধুরীর নাম, পরবর্তী সময়ে সেই নাম বাতিল হয়ে যায়, অন্য দিকে পাশেই ১০ নম্বর ওয়ার্ড। তাঁর স্বামী সুরজিৎ রায়চৌধুরী (ট্যাবলা)-র নাম ঘোষণা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। পরবর্তী সময় দেখা যায়, স্বামী সুরজিৎ রায়চৌধুরী-র তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকলেও ৯ নম্বর ওয়ার্ডে তার স্ত্রী রীতা রায়চৌধুরীর নাম বাদ গিয়েছে। সেখানে টুম্পা দাসের নাম তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই পারিবারিক বিবাদ শুরু হয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে। শেষ পর্যন্ত জল গড়িয়েছে বিবাহবিচ্ছেদ মামলায পর্যন্ত।

লেটেস্ট ভিডিও