Covid Vaccination Drive in Kolkata Schools|| কলকাতার স্কুলে স্কুলে আড়াই লক্ষ টিকাকরণ, নয়া ভাবনা পুরসভার

Bangla Digital Desk | News18 Bangla | 10:44:24 PM IST Dec 29, 2021

কলকাতা পুরসভার তরফে নয়া ভাবনা। ১৬ বরোর একাধিক স্কুলে টিকাকরণের ব্যবস্থা নিল কলকাতা পুরসভা। আড়াই লক্ষ ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে টিকা। বিস্তারিত বৈঠকের পর জানানো হবে ফিরহাদ হাকিমের তরফে বলে খবর। স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এই সিদ্ধান্ত পুরসভার তরফে।

লেটেস্ট ভিডিও