corona virus btn
corona virus btn
Loading

'পুজো মণ্ডপ হোক খোলামেলা,' দেখুন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক, ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:31:31 PM IST Sep 14, 2020

করোনা আবহে দুর্গাপুজোর প্যান্ডেল হোক খোলামেলা ৷ এমনটাই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার গঠিত গ্লোবাল পরামর্শদাতা কমিটির সদস্যরা পুজো মণ্ডপ নিয়ে একটা ভাল পরামর্শ দিয়েছে ৷ এটা আমারও প্রস্তাব ৷ দুর্গাপুজোর মন্ডপে এবছর যথেষ্ট হাওয়া বাতাস যাতে ঢোকে সেই ব্যবস্থা রাখতে হবে, যাতে গোটা মণ্ডপটা বদ্ধ না লাগে ৷ মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে যাতে অসুবিধা না হয় ৷ মণ্ডপে হাওয়া বাতাস বইলে জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে ৷

লেটেস্ট ভিডিও