Salt Lake Theft: সল্টলেকে স্কুটি নিয়ে হাওয়া চোর, ধরিয়ে দিল সিসিটিভি ফুটেজ, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 07:36:35 PM IST Jul 03, 2021

গত ২৬ তারিখ সল্টলেকের সিএফ ব্লকের একটি বাড়ি থেকে চুরি যায় একটি স্কুটি। আর সেই চুরির ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সল্টলেক এলাকায় তল্লাশি চালিয়ে দুই স্কুটি চোরকে গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ। ধৃতেদের নাম নকুল দাস ও সন্দীপ দাস। এদের একজনের বাড়ি জগৎপুর ও ঝাড়খণ্ডে। দুই অভিযুক্ত আর কোনও এলাকায় স্কুটি বা বাইক চুরি করেছে কি না, করলেও কাদের কাছে সেগুলি বিক্রি করা হত, ধৃতদের জেরা করে সেই তথ্যও জানতে চাইছে পুলিশ৷ এ দিনই অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়৷ (Info- Anup Chakraborty)

লেটেস্ট ভিডিও