Anubrata Mondal: এ বার অনুব্রতর মেয়ের অ্য়াকাউন্টে নজর সিবিআই-এর

Bangla Digital Desk | News18 Bangla | 10:13:43 PM IST Aug 15, 2022

#কলকাতা: গরু পাচারের লাভের টাকা থেকেই দেওয়া হয়েছে ঋণ। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। গরু পাচার করে বেআইনিভাবে ওঠা টাকার একাংশ কালো থেকে সাদা করতেই ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিলেন পাচারের মূল মাথারা দাবি সিবিআই কর্তাদের।

কাদের দেওয়া হতো এই ঋণ? তদন্তকারীদের দাবি প্রভাবশালীদের মধ্যে এই ঋণ দিতেন এনামুল হক ও তার সহযোগীরা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূম জেলায় গরু পাচারের থেকে ওঠা টাকার লাভের একটা অংশ পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। মূলত দু' ভাবে প্রভাবশালীদের হাতে টাকা দেওয়ার কৌশল নিয়েছিলেন পাচারের সঙ্গে যুক্ত মাথারা।

লেটেস্ট ভিডিও