Abhishek Banerjee: ইডির নিষেধাজ্ঞা নাকচ, অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল আদালত

Bangla Digital Desk | News18 Bangla | 07:23:54 PM IST Jun 02, 2022

#কলকাতা: মানবিক কারণে তৃণমূলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিস্তারিত শুনানির পর বিচারপতি বিবেক চৌধুরী এই অনুমতি দিয়েছেন। ইডির- পক্ষের আইনজীবী বিদেশ যাত্রার বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছিলেন শুনানিতে। সেখানে তিনি বলেন, যে আবেদন করা হয়েছে তা অসম্পূর্ণ।

যদিও ইডির আইনজীবীর যুক্তিকে কার্যত উড়িয়ে দিয়েছে আদালত। শুনানির শেষে আদালত বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি এফআইআর অভিযুক্ত নন। আগেও হাজিরা দিয়েছে ইডি কাছে দিল্লিতে। এক বারের বেশি হাজিরা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে কোনও সমন পাঠায়নি ইডি। ২৯ মার্চ তাঁর সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছেন অভিষেক। এমন অবস্থায় কখনই বলা যায় না যে ইডির সঙ্গে সহযোগিতা করছেন না অভিষেক। এর পরেই অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও