Bengal News : রাজ্যে মন্ত্রিসভার অনুমোদন পেল ইথানল ও ডেটা পলিসি! কত বিনিয়োগের আশা?

Bangla Editor | News18 Bangla | 08:49:36 PM IST Sep 02, 2021

#কলকাতা : Panagarh-এ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই ইথানল ও ডাটা পলিসি পেল মন্ত্রিসভার অনুমোদন! শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "Guideline ঠিক করে দেওয়া হবে, কয়েক হাজার কোটির বিনিয়োগ হবে এই দুই শিল্প ক্ষেত্রে। হবে চাকরির সুযোগ। এই প্রসঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন "ইথানলের ব্যবহার কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধ করবে।" পাশাপাশি ডেটা পলিসি সম্পর্কে এদিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন " রাজ্যে তথ্যপ্রযুক্তির সেন্টারে বহু অর্থ বিনিয়োগ হবে।

লেটেস্ট ভিডিও