নেতাদের বিরুদ্ধে দুর্নীতি থেকে তোলাবাজির অভিযোগ, রাশ টানতে উদ্যোগী বিজেপি

Bangla Editor | News18 Bangla | 01:38:28 PM IST Aug 28, 2019

দল বাড়াতে একসময়ে পাশে দাঁড়িয়েছেন নেতারা। দিয়েছিলেন স্বীকৃতি। এখন সেই সব শ্রমিক ও কর্মচারী সংগঠনের বিরুদ্ধেই তোলাবাজি থেকে দুর্নীতির মতো অভিযোগ। যাতে নাম উঠে আসছে দলীয় নেতৃত্বেরও। এই পরিস্থিতিতে এবার রাশ টানতে চাইছে বিজেপি। তার জন্য মঙ্গলবার বৈঠকও হল। কিন্তু, তাতে কাটল না জট।

লেটেস্ট ভিডিও