Mamata Banerjee : "ফোন করেছি প্রমাণ করতে পারলে পদ থেকে ইস্তফা দেব", চ্যালেঞ্জ মমতার

Bangla Digital Desk | News18 Bangla | 08:42:26 PM IST Apr 19, 2023

Mamata Banerjee : "গরমে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। বারবার জল, ওআরএস খাবেন। BJP বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। মানুষের কাছে TMC সম্পর্কে ভুল বার্তা।" মন্তব্য মুখ্যমন্ত্রীর। গতকাল জনসভা থেকে Suvendu Adhhikari দাবি করেন যে জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর Amit Shah কে চার বার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চ্যালেঞ্জ ছুঁড়লেন যদি প্রমাণ হয় যে তিনি ফোন করেছিলেন তাহলে পদত্যাগ করবেন। দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

লেটেস্ট ভিডিও