Abhishek Banerjee: সব জল্পনার অবসান, শহিদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

Bangla Digital Desk | News18 Bangla | 11:28:11 PM IST Mar 25, 2023

কলকাতা: অভিষেকের সভার অনুমতি মিলল। শহিদ মিনার ময়দানেই হবে অভিষেকের সভা৷ এদিন সভাস্থল পরিদর্শনে আসেন ডিসি সাউথ৷ ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব নেতারা৷ সমাবেশে যাঁরা যোগ দেবেন তারা কোথায় বসবেন। মঞ্চ কোথায় হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত ডিএ আন্দোলনকারীরা এতদিন অবস্থান করছিলেন শহিদ মিনার ময়দানে। এদিন তারা অবস্থান সেখান থেকে প্রত্যাহার করেন৷ ফলে এক জায়গায় দু’টি সভা বা মঞ্চ থাকছে না।

লেটেস্ট ভিডিও