Anubrata Mondal: বড় খবর! তিহাড় জেলে তীব্র অসুস্থ অনুব্রত মণ্ডল, দিতে হচ্ছে ইনসুলিন ও অক্সিজেন

Bangla Digital Desk | News18 Bangla | 10:09:35 PM IST Mar 27, 2023

নয়াদিল্লি: হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল৷ তিহাড় জেল থেকে হঠাৎই তাঁর অসুস্থতার খবর এসেছে৷ খবর মিলেছে, তাঁকে বার বার ইনসুলিন দিতে হচ্ছে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট রয়েছে অনুব্রত মণ্ডলের৷

খবর পাওয়া গিয়েছে, জেল থেকে বার বার ভিতরের ডিসপেন্সারিতে আনতে হচ্ছিল অনুব্রত মণ্ডলকে৷ শোনা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের সামান্য সমস্যা রয়েছে৷ তাই জেলের ভিতরে রেখেই ইনসুলিন ও অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে৷ এমনিতেই নানা রকম অসুস্থতায় তিনি ভুগছেন৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার সওয়ালও করেছেন তাঁরা আইনজীবী৷ সেই ক্ষেত্র দেখিয়ে জামিনও চাওয়া হয়েছে, কিন্তু বিশেষ লাভ হয়নি৷

লেটেস্ট ভিডিও