মুখোমুখি মমতা-শাহ, নবান্নে মমতা-অমিত শাহর আলাদা বৈঠক

Bangla Digital Desk | News18 Bangla | 03:49:54 PM IST Dec 17, 2022

নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রায় ১০ থেকে ১৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, অমিত শাহের হাতে একটি স্মারকলিপি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বাকি টাকা মেটানোর দাবি নিয়েই এই স্মারকলিপি বলে সূত্রের খবর। এদিন নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অমিত শাহের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

লেটেস্ট ভিডিও