সল্টলেক জিসি আইল্যান্ডে এ বাস দুর্ঘটনা, মৃত ১ রিকশা চালক

Bangla Digital Desk | News18 Bangla | 07:29:58 PM IST Apr 22, 2023

সল্টলেক G C Island এ বাস দুর্ঘটনা। মৃত ১ রিকশ চালক। মৃতের নাম বৃন্দাবন প্রধান। আহত ৯ জন। তাঁদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি চালক পলাতক। স্থানীয়দের দাবি, বেলেঘাটা কানেক্টরের দিক থেকে সেন্ট্রাল পার্কের দিকে যাওয়ার সময় অত্যন্ত দ্রুতগতিতে এসে জিসি আইল্যান্ডে প্রথমে রিকশাকে ধাক্কা মারে ।এরপরেই সোজা পার্কের দেওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। স্থানীয়দের দাবি, বাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা।

লেটেস্ট ভিডিও