Video: এখনও ৫০% এটিএম-এ রক্ষীই নেই, তলানিতে গ্রাহক নিরাপত্তা

Bangla Editor | News18 Bangla | 03:22:51 PM IST Aug 20, 2018

এটিএমে স্কিমার বসিয়ে জালিয়াতি। আট নম্বর এলগিন রোডে এটিএম রক্ষীর তৎপরতাতেই ধরা পড়ে জালিয়াতরা। এটিএম জালিয়াতি নিয়ে আতঙ্ক কমতেই অবস্থা আবার যে কে সেই। শহরের ৫০ শতাংশেরও বেশি এটিএম চলছে রক্ষী ছাড়াই। গ্রাহকস্বার্থ বিপন্ন করেই খরচ বাঁচানোর পথে ব্যাঙ্কগুলো। রক্ষীবিহীন এটিএমে কতটা বিপদ হতে পারে, চোখের সামনেই জলজ্যান্ত নজির। রক্ষীবিহীন এটিএমের সুযোগ নিয়েই স্কিমার লাগিয়ে এটিএম প্রতারণা চালাত জালিয়াত চক্র। প্রতারিত হন বহু গ্রাহক। তারপরও এটিএম রক্ষী নিয়োগে গা নেই ব্যাঙ্কগুলোর। রাজ্যের রক্ষীবিহীন এটিএমের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হবে। এটিএমে নিরাপত্তাপক্ষী নিয়োগের দুর্নীতিরও অভিযোগও উঠছে। নোট বাতিলের পর অধিকাংশ রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কেই নিরাপত্তাকর্মী ছাঁটাইয়ের ধুম পড়েছিল। সেই জায়গায় নতুন নিয়োগও হয়নি। স্কিমার জালিয়াতি প্রকাশ্যে আসার পর নিশ্চয় বসে নেই ব্যাঙ্ক জালিয়াতরা। চলছে অন্য কোনও পথের সন্ধান। পরিষেবার নামে গ্রাহকদের থেকে টাকা আদায় করে ব্যাঙ্ক। তারপরও কেন গ্রাহক নিরাপত্তা নিয়ে চরম গাফিলতি?

লেটেস্ট ভিডিও